ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সুরমা নিউজের ঈদ উপহার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২০

ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সুরমা নিউজের ঈদ উপহার

ওসমানীনগর /প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করেছে অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম। শুক্রবার বিকেল ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সুরমা নিউজ’র উপদেষ্টা প্রবাসী আবুল ফয়েজ ও যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের প্রতিষ্টাতা সভাপতি আনছার উদ্দীনের সৌজন্যে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন সুরমা নিউজ’র প্রধান সম্পাদক কাজী হেলাল।

 

উপহার প্রদানকালে কাজী হেলাল বলেন, করোনাভাইরাসের এই সময়ে এলাকার খবর পৌঁছে দিচ্ছেন, আমাদের সাংবাদিক সহকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে চলা নিজ এলাকার সাংবাদিকদের জন্য আমাদের ক্ষুদ্র এই উপহার। অনুষ্ঠানে করোনায় সাবধানতা অবলম্বন করে সাংবাদিকদের পেশাগত কাজ পরিচালনা করার আহবান জানিয়ে প্রবীণ সাংবাদিক দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহীদ বলেন, বর্তমান দুঃসময়ে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। উপজেলার জনসাধারণকে করোনা সংকটে আরও বেশি সচেতন করে তুলতে সাংবাদিকরা অগ্রনী ভূমিকা রাখবেন বলে আশা রাখি।

 

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মতিন, সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক সাহেল আহমদ,প্রেসক্লাবের প্রচার সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, সদস্য সিতু সুত্রধর, জয়নাল আবেদীন, নুরুল হক রাফি, ফরহাদ আহমদ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031