ফেঞ্চুগঞ্জে লক ডাউনে থাকা আরও তিনজনের করোনা সনাক্ত

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

ফেঞ্চুগঞ্জে লক ডাউনে থাকা আরও তিনজনের করোনা সনাক্ত

 

আবুল ফয়েজ খান কামাল /ফেঞ্চুগঞ্জঃঃ


ফেঞ্চুগঞ্জ উপজেলায় লক ডাউনে থাকা আরও তিনজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। গত কাল (২১মে) রাতে সিলেট ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। (২২মে) সকালে অফিসিয়ালি রিপোর্ট আসে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে।আক্রান্ত হওয়া তিনজনের বাসা ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্য বাজারের ইন্তাজ আলী মার্কেটের পেছনে।

 

১৭ই মে ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, মধ্য বাজারের কাপড়ের ব্যবসায়ি হৃদয় অধিকারী আক্রান্ত হওয়ার পরে ঐ এলাকা লক ডাউন ঘোষণা করা হয়। আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন হৃদয় অধিকারীর বাবা-মা(হরে কৃষ্ণ অধিকারী ও শিখা রাণী অধিকারী)।অপরজন তাদের প্রতিবেশি লিলি দেবনাথ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন,ফেঞ্চুগঞ্জ হাসপাতালের আইসোলেশনে মোট পাঁচটি সীট।ইতিমধ্যে তিনজন চিকিৎসাধীন আছেন, তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের(সিভিল সার্জন) নির্দেশে আক্রান্ত ঐ তিনজনকে তাদের লক ডাউন করা বাসায় হোম কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ হাসপাতাল থেকে এখন পর্যন্ত সর্বমোট ১৬৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে ও কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।ইতিমধ্যে অধিকাংশ রিপোর্ট চলে এসেছে।

 

বাকী রিপোর্ট গুলো আগামীকাল সকালে পাওয়া যাবে বলে জানান স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জের আরও দুই জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে৷ সনাক্ত হওয়া দুই জনই পুরুষ ,এক জন ফেঞ্চুগঞ্জের কর্মধা গ্রামের রিপন মিয়া (৩২) পেশায় রাজমিস্ত্রী অপর জন ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্য। এই নিয়ে ফেঞ্চুগঞ্জে গত ১১ মে থেকে শুক্রবার ২২ মে পযর্ন্ত মোট ৮ জন করোনা ভাইরাসে অাক্রান্ত হয়েছেন।

Spread the love