সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা সংকট ও রমজানে এলাকার গরিব ও অসহায় মাসুষের পাশে রয়েছে মৌলভীবাজার সদর উপজেলাস্থ শেরপুর বিজি ক্লাব। এই সংগঠনের সদস্যরা ১৯৯৮ সাল থেকে দেশের বিপর্যয়ে আর্তমানবতার সেবায় সহযোগিতা করে আসছে। এ ধারাবাহিকতায় করোনাভাইরাস সংক্রমণ সংকটে ক্লাবটির সদস্যরা দ্বিতীয় বারের মত শেরপুর এলাকার ৪শ গরিব ও কর্মহীন পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
২২ মে শুক্রবার বিকেলে স্থানীয় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।
ক্লাবের সদস্য ফরহাদ হোসেন দিপু’র পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আ’লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শাহাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু হোসেন মো. রওনক, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, শিক্ষানুরাগী শায়কুল হোসাইন অপু, ইউপি আ’লীগ প্রচার সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, খলিলপুর ইউপি আ’লীগ সহ-সভাপতি উৎপল ভৌমিক, ইউপি সদস্য নজমূল ইসলাম, আব্দুল মালিক মালই মিয়া, সংগঠনের সভাপতি রায়হান খান, স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা আরাফাত মিয়া, আব্দুল খালিক, তপু ভৌমিক, সাজন আহমদ স¤্রাট, হুমায়ূন কবির, আব্দুল মালেক, আতাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এলাকার ৪শ গরিব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রীর দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ময়দা, চিনি, তেল, সেমাই রয়েছে।