সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রাইভেট সিএসবিএ (সু-সেবা নেট ওয়ার্ক) এর মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামন থেকে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সমন্বয় রেখে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাড়ি-বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের ডেলিভারী কার্যক্রম তারা সাফল্যের সাথে করে আসছে। তাদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে তাদের প্রত্যককে পিপিই প্রদান করা হয়। একই সাথে হাসপাতালের আউট সোর্সিং কাজে কর্মরত ২৭ জন কর্মীর মধ্যে ঈদ উপলক্ষে নগদ অর্থ তুলে দেন তিনি।
মুহিবুর রহমান মানিক এমপির সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় প্রত্যেক আউট সোর্সিং কর্মীকে নগদ অর্থ তুলে দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর উপস্থাপনায় পিপিই বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজল হোসেন, ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, মানস তালুকদার, ডাঃ ফারজনা আক্তার, কালেক্টিভ ইমপেক্ট নিউট্রিশন ইনিসিয়েটিভ কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আব্দুর শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।