সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২০
সিলেটের ওসমাননীনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি ইউরোপ-দৈনিক ইত্তেফাক-দৈনিক সবুজ সিলেট’র সাংবাদিক শিপন আহমদ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। শিপন আহমদ বলেন, বর্তমান মহামারি করোনা ভাইরাসের পাদুর্ভাবে এবারের ঈদ এসেছে এক ভিন্ন রূপে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিগত বছরের ন্যায় এবার উৎসবের মুখুর ঈদ উদযাপন করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ভেদাভেদ ভুলে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। তাই এবারের ঈদ উদযাপন হোক নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে ।
নিজের পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠুন ঈদ আনন্দে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগ করুন আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে। পবিত্র এ দিনে হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ ও দেশ গঠিত হউক।
প্রতিটি ঘরে ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।দেশে এই ক্রান্তিলগ্নে ঈদ উল ফিতর মানব জাতীর জন্য শান্তির বার্তা বয়ে আনবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।