ওসমানীনগরে এসিল্যান্ডসহ করোনা আক্রন্ত ২

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০

ওসমানীনগরে এসিল্যান্ডসহ করোনা আক্রন্ত ২

প্রতিনিধি/ওসমানীনগর::

সিলেটের ওসমানীনগরে এসিল্যান্ড সহ নতুন করে দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া নতুন এই দুইজনসহ ওসমানীনগরে এখন মোট করোনায় আক্রান্ত হলেন ১১ জন।

বিয়ষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে ওসমানীনগর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) ও উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দে করোনা পজেটিভ নিয়ে মারা যাওয়া রিকশা চালক হাবিব মিয়ার এক আত্মীয় (৩০)।

 

তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার  সিংরাইল গ্রামে। এ মহিলা বর্তমানে উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থেকে নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের কাজের মেস্ত্রীদের রান্নার কাজ করছেন। করোনায় আক্রান্ত এই মহিলা মৃত রিকশা চালক হাবিব মিয়ার সংস্পর্সে গিয়েছিলেন। গত ২৩মে করোনায় আক্রান্ত এসিল্যান্ড ও মৃত হাবিব মিয়ার আত্মীয় মহিলা নমুনা প্রদানের পর সোমবার রাতে রিপোর্ট পজেটিভ আসে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30