৬ দফা স্মরণে নিউইয়র্কে আওয়ামী লীগের সভা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

৬ দফা স্মরণে নিউইয়র্কে  আওয়ামী লীগের সভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ঐতিহাসিক ‘৬ দফা দিবস’ উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৭ জুন রোববার সন্ধায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী তার সভাপতির বক্তব্যে বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের এদিন বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে ৬ দফা উপস্থাপন করার পরই অধিকার বঞ্চিত মানুষেরা তা লুফে নিয়েছিলেন। বাঙালিরা সহজেই অনুধাবনে সক্ষম হয়েছিলেন যে, এই কর্মসূচির মধ্যদিয়েই অপশাসন আর দু:শাসনের অবসান ঘটবে।’ জাকারিয়া উল্লেখ করেন, ‘সময়ের পরিক্রমায় বঙ্গবন্ধুর বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে একাত্তরের ১৬ ডিসেম্বর সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে বিজয় অর্জনের মধ্যদিয়ে।’

 

হোস্ট সংগঠনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সমন্বয়ে এ সভায় আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি হাজী আবদুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন এবং খায়রোল ইসলাম খোকন , সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মানবাধিকার নেতা এটিএম মাসুদ প্রমূখ।

 

সভায় বক্তাগণ ঐতিহাসিক ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করে বলেন যে, বৈষম্যের শিকার পূর্ব-পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে যে ৬ দফা প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু ,তারই ভিত্তিতে ধারাবাহিকভাবে স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে যান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31