অসুস্থ রেজিয়ার পাশে মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯o ব্যাচ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

অসুস্থ রেজিয়ার পাশে মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯o ব্যাচ

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

ওসমানীনগরে টিউমার আক্রান্ত রেজিয়ার চিকিৎসার জন্য নগদ ১লক্ষ টাকা নিয়ে পাশে দাঁড়িয়েছেন মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা। শুধু এই এক লক্ষ টাকা অনুদানই নয় চিকিৎসার জন্য প্রয়োজনে তারা আরো সহযোগীতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। লন্ডন ভিত্তক চ্যানেল ওয়ান এর একটি প্রতিবেদন দেখে ‘১৯৯০ ব্যাচের প্রবাসী ও দেশি শিক্ষার্থীরা এ মহৎ উদ্দোগ হাতে নেন।

 

৯জুন বিকাল সাড়ে ৪টায় উপজেলার উমরপুর ইউনিয়নের বড়ইসব পুর গ্রামের নুরুল হকের বাড়িতে তাঁর মেয়ে টিউমার আক্রান্ত রেজিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা এবং ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম শিকদার, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ‘৯০ ব্যাচের শিক্ষার্থী মহরম আলী মিজান, আব্দুল হাকিম বাদশা, স্থানীয় সাংবাদিক মো: মুহিব হাসান, শরিফ আহমদ চৌধুরী, সমাজসেবক মাও. সালেহ আহমদ, স্থানীয় মুরব্বী হারুন মিয়া প্রমূখ।

 

টাকা প্রদানকালে লন্ডন থেকে কনফারেন্সে এর মাধ্যমে মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯০ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের সংগ্রহে প্রদানকৃত টাকা যেন রেজিয়ার চিকিৎসার কাজে ব্যয় করা হয়। আমাদের ব্যাচের সবাই প্রয়োজনে রেজিয়াকে আরো সহযোগীতা করবো। এ চিকিৎসাটি যেহেতু ব্যয়বহুল তাই সমাজের বিত্তবানদের রেজিয়ার পাশে এসে দাঁড়ানো প্রয়োজন ।

 

প্রসঙ্গত রেজিয়া বেগম টিওমার আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করছেন। গত ২৮ মে লন্ডন ভিত্তিক টিভি ওয়ানে “ওসমানীনগরে অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত রেজিয়া” শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯০ ব্যাচের এস এসসি পরীক্ষার্থীদের নজরে আসে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে গিয়ে অসুস্থ রেজিয়ার হাতে এ অনুদান প্রদান করা হয়। এদিকে, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯০ ব্যাচের অর্থায়নে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930