জামালগঞ্জে করোনায় এক জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

জামালগঞ্জে করোনায় এক জনের মৃত্যু

 

 প্রতিনিধি/জামালগঞ্জঃঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরীর মৃত্যুর ৪ দিন পর জানা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন। বুধবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর জানান, গত ৭ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি। মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

বুধবার রাতে (১০ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় এবারই প্রথম ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। পারিবারিক সূত্রে জানাযায়, পংকজ পাল চৌধুরী বেশ আগে থেকেই ডায়বেটিকস ও হার্টের সমস্যায় ভোগ ছিলেন। গত ৫ জুন থেকে শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকলে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে সিলেটে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। তবে স্বাস্থ্যবিধি মেনেই সৎকার করা হয়েছে বলে জানিয়েছে তার ছেলে প্রসেনজিৎ পাল চৌধুরী।

 

এছাড়াও উপজেলায় নতুন করে আরও ৫ জন করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সেের সহকারী ডাক্তার মোশাররফ হোসেন সহ হাসপাতালের ২ জন পিয়ন, এছাড়া সোনালী ব্যাংকের ১ জন আনসার সদস্য ও সাচনা বাজারের ব্যবসায়ী পূজন রায় চৌধুরী। উপজেলা স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বুধবার রাতে মৃত ব্যক্তি ছাড়াও নতুন করে আরো ৫ জনের করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930