সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
রেড জোন সিলেটে করোনা আক্রান্ত আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে তারা চিকিৎসাধীন।
আর করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন ইউনিয়নে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
হাসপাতালে বর্তমানে ৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এ ১৩ জনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন আছেন ২৩ জন।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মময় দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।