সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চাঁদপুরের হাজীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ৫ জুন সকাল ৯টায় ছেলে আব্দুল আউয়াল (৫০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। আর আজ শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম প্রকাশ লেদা মিয়াও (৭৫) করোনা উপসর্গে মারা যান।
মৃত আব্দুল আউয়াল হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন। তিনি গত ৪ জুন (বৃহস্পতিবার) করোনা পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দিয়ে আসেন। এর পরের দিন ৫ জুন (শুক্রবার) সকালে তিনি মারা যান। একই উপসর্গে আজ সকালে তার বাবাও মারা যান।
এ দিকে বাবা আবুল কাশেম লেদা মিয়ারও করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী। মাত্র এক সপ্তাহের বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় নিজ গ্রাম মকিমাবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি পরিদর্শক জসিম উদ্দিন জানান, গত ২৯ এপ্রিল হাজীগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত ৩৯ জন করোনা উপসর্গে মারা যান