সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী পথসভায় হাতাহাতি এবং আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারা মারির ঘটনাও ঘটে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। এ সময় আতিকের সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, (আজ ২৯ জানুয়ারি) বুধবার দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন আতিকুল ইসলাম। এ সময় সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন এবং নৌকার স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন এবং হাতাহাতি শুরু করে দেন। এর কিছুক্ষণ পরই সেখান থেকে মিছিল নিয়ে আতিক এবং তার সমর্থকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি নিজে এখানে উপস্থিত আছি। কোন ঝামেলা হয় নাই।
এলববিএন/জা/২৯-জা/র-০৩-নিক আমাদের সময়