ছাতকে  দু’ সপ্তাহে ১২৪ জনের করোনা সনাক্ত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

ছাতকে  দু’ সপ্তাহে ১২৪ জনের করোনা সনাক্ত

বিজয় রায়/ছাতকঃঃ

ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত ১৪৭ জনের মধ্যে শুধু চলতি মাসের দু’সপ্তাহে আক্রান্ত হয়েছে ১২৪ জন। এ হারে চলতে থাকলে চলতি মাসের শেষে এর সংখ্যা তিন শতাধিকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তখন এখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে সম্ভাবনা রয়েছে। তাই সংঘত কারনেই স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন বার-বার ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

এ ছাড়া প্রয়োজনে ঘরের বাহির হলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সচেতনতার সহিত চলার জন্য বার বার বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যতায় করোনা ভাইরাস সংক্রমনে নিজের পরিবারের এবং প্রতিবেশীর জন্য আপনিই হতে পারেন বাহক এরখম প্রচারণনাও যেন বেস্ত যাচ্ছে।

 

স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ছাতকে আরো ২৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের বাগবাড়ী এলাকায় ৫ জন, মন্ডলীভোগ এলাকায় ১ জন, জাউয়ার বড়কাপন গ্রামে ১ জন, উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামে ১ জন, আলমপুর গ্রামে ১ জন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ এলাকায় ৩ জন, মুক্তারপুর গ্রামে ১ জন, দক্ষিণ খুরমা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে ১ জন ও সিংচাপইড় ইউনিয়নের মহদি গ্রামে ২ জন রয়েছেন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্ত হয়েছেন ১৪৭ জন।

 

গত দুই সপ্তাহে নতুন সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।

Spread the love