সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। ১৫ জুন দিনগত রাত ৩ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।
বিষয়টি রাত সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বদর উদ্দিন আহমদ কামরানে ছোট ভাই এনাম আহমদ।
উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।