সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অরুনোদয় পাল ঝলক। এক শোক বার্তায় তিনি বলেন,
সিলেট আওয়ামীলীগের রাজনৈতিক অভিবাবক বর্ষীয়ান রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীত সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, অত্যন্ত সাদা মনের মানুষ জননেতা শ্রদ্ধেয় বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। সিলেটে আওয়ামী লীগের রাজনীতিতে বদর উদ্দিন আহমেদ কামরানের অবদান চিরস্মরণীয়। তিনি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।