সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সুস্থ হওয়ার পর ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)। আজ সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উপসর্গ না থাকলেও এপ্রিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন আব্দুল মতিন। পরে পরীক্ষায় তার নেগেটিভ আসে। পরবর্তী সময়ে অফিস করা শুরু করেন তিনি।
ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, কয়েকদিন আগে থেকে আব্দুল মতিনের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে গত ১০ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।গতকাল রোববার নমুনা পরীক্ষায় আব্দুল মতিনের করোনা পজিটিভ আসে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে জানান নরসিংদীর সিভিল সার্জন।