সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যরির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু পক্ষ থেকে পাঠানো উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পাঠানো শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোক বিবৃতিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন, কামরানের মৃত্যুতে আমরা আওয়ামীলীগ পরিবার হারিয়েছি আমাদের অভিবাবককে। যার শূন্য স্থান কখনোই পুরণ হবার নয়। সুদীর্ঘ তিন দশক তিনি সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন বদর উদ্দিন কামরানের মৃত্যুতে আওয়ামীলীগ পরিবার হারোলো এক কর্মীবান্ধব নেতাকে।