সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের জৈন্তাপুরে মহাসড়ক থেকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি ফিশারিতে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামালা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন-জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচসেউতি গ্রামের বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), সারীঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং নয়াখেল গ্রামের আহমদ আলীর ছেলে তৈয়ব আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল ওই কিশোরী। ওই সময় অভিযুক্ত তিনজন তাকে কাপড় ও টাকার লোভ দেখায়। কিন্তু কিশোরীটি তাদের সাথে যেতে না চাইলে তারা জোর করে তাকে একটি টমটমে তুলে নয়াখেল আগফৌদ গ্রামের হাওরে নিয়ে যায়।
সেখানে একটি ফিশারির টিনশেড ঘরে কিশোরীকে গণধর্ষণের চেষ্টা করা হয়। তার আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। তার গ্রামের বাড়ি কানাইঘাটে।
জৈন্তাপুর থানার ওসি জানান, এ ঘটনায় আজ বুধবার থানায় মামলা হয়েছে। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।