করোনাযোদ্ধাদের জন্য বরাদ্দ ৮৫০ কোটি টাকা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

করোনাযোদ্ধাদের জন্য বরাদ্দ ৮৫০ কোটি টাকা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেই দেখা গেছে যার প্রতিফলন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কোভিড-১৯ রোগে আক্রান্তদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর জন্য দুই মাসের বেসিক বেতনের সমান বিশেষ সম্মাননা চালু করা হয়েছে। এ ছাড়া কোভিড চিকিৎসার সরাসরি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা সংক্রমিত হবেন বা মারা যাবেন তাদের ক্ষতিপূরণও দেবে সরকার। এই ক্ষতিপূরণ ও সম্মানীর জন্য বাজেটে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

অর্থমন্ত্রীর এই ঘোষণার আগেই করোনায় সরাসরি চিকিৎসাসেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের আক্রান্ত ও মারা যাওয়ার বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সংকট মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ গ্রেড ভেদে ৫ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে এ সংক্রান্ত এশটি পরিপত্রও জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

 

পরিপত্র অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে গ্রেড ভেদে পাবেন পাঁচ থেকে ১০ লাখ টাকা। সরকারি কোনো কর্মকর্তা যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তা হলে তার পরিবার পাবে এর পাঁচগুণ আর্থিক সহায়তা। এ ছাড়া ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ১৫-৩০তম গ্রেডের কেউ কোভিড আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন পাঁচ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে সাত লাখ টাকা এবং আর মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। এ ছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা। এ ক্ষতিপূরণের আওতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এ সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

 

অন্যদিকে করোনা ঠেকাতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও সুখবর রয়েছে। সংক্রমণ ঠেকাতে এবং স্বাস্থ্য ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে যেসব কর্মকর্তা-কর্মচারী সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের বিশেষ ভাতাও দেবে সরকার। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ পুলিশ সদস্যরাও পাবেন এই বিশেষ ভাতা। সরকারি আর্থিক প্রণোদনার অংশ হিসেবে এসব কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ভাতা হিসেবে অতিরিক্ত দুই মাসের মূল বেতন দেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031