করোনায় ১৬শ ছাড়ালো সিলেট

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

করোনায় ১৬শ ছাড়ালো সিলেট

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কাটায় কাটায় ১৬ শ’। গত ২৪ ঘণ্টার ৩৬ জনকে নিয়ে সিলেটে করোনা পজেটিভের ক্ষেত্রে আজ পর্যন্ত দাঁড়ালো এ সংখ্যা।

 

জানা গেছে, বিভাগে করোনা সংক্রমণের শুরুর দিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এর মাসখানেক পর থেকে সিলেট জেলায় বাড়তে থাকে সংক্রমণের হার। আর এ সংক্রমণের হার দিন দিন সিলেট জেলায় আশঙ্কাজনক হারে বাড়তে বাড়তে এখন বিভাগের মধ্যে সিলেট জেলাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যমতে, আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্ত ২৮০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬০০, সুনামগঞ্জে ৭১১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২২৯ জন।

 

এদিকে, বিভাগের মধ্যে সিলেট জেলায়ই করোনায় প্রাণহানির সংখ্যা বেশি। মোট মৃত ৫৫ জনের মধ্যে শুধু সিলেট জেলায়ই ৪৩ জন। আর বাকি ১২ জনের ৪ জন করে অন্য তিন জেলার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30