সিলেট ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কাটায় কাটায় ১৬ শ’। গত ২৪ ঘণ্টার ৩৬ জনকে নিয়ে সিলেটে করোনা পজেটিভের ক্ষেত্রে আজ পর্যন্ত দাঁড়ালো এ সংখ্যা।
জানা গেছে, বিভাগে করোনা সংক্রমণের শুরুর দিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এর মাসখানেক পর থেকে সিলেট জেলায় বাড়তে থাকে সংক্রমণের হার। আর এ সংক্রমণের হার দিন দিন সিলেট জেলায় আশঙ্কাজনক হারে বাড়তে বাড়তে এখন বিভাগের মধ্যে সিলেট জেলাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যমতে, আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্ত ২৮০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬০০, সুনামগঞ্জে ৭১১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২২৯ জন।
এদিকে, বিভাগের মধ্যে সিলেট জেলায়ই করোনায় প্রাণহানির সংখ্যা বেশি। মোট মৃত ৫৫ জনের মধ্যে শুধু সিলেট জেলায়ই ৪৩ জন। আর বাকি ১২ জনের ৪ জন করে অন্য তিন জেলার।