সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
করোনা ভাইরাসে আক্রান্তের দিক বিবেচনায় বর্তমানে সুনামগঞ্জ জেলার শীর্ষ স্থানে রয়েছে ছাতক উপজেলা। দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ সদর এবং তৃতীয় স্থানে রয়েছে ছাতকের পার্শ্ববর্তী উপজেলা দোয়ারা। তালিকার সর্বনিম্ম স্থানে রয়েছে যৌথভাবে দিরাই ও ধর্মপাশা উপজেলা। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক পেইজ থেকে এ তথ্য যায়।
আক্রান্তের তালিকায় ছাতকে ৪ পৌর কর্মচারীসহ নতুন আরো ১৭ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট বুধবার নতুন সনাক্ত ১৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১৯৩ জন। নতুন আক্রান্ত পৌর কর্মচারীসহ শহর এলাকার ৮ জন ও বিভিন্ন ইউনিয়নের ৯ জন রয়েছেন।
শহরের বাগবাড়ী এলাকার ৩ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও নোয়ারাই এলাকার ১ জন, উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ১ জন, দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১ জন, মঈনপুর গ্রামের ১ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ১ জন ও জাউয়া বাজার ইউনিয়নের তারচৌকা গ্রামের ৩ জন, দেবেরগাও গ্রামের ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।