জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আ,লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি গত ১৭জুন সুনামগঞ্জ জেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করার পর আজ বৃহস্পতিবার সকালের প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ হিসেবে ধরা পরে।
তিনি এখন সুনামগঞ্জ শহরে নিজের বাসায় ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে আইসোলেশনে রয়েছেন। তিনি জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদ এর আপন বড়ভাই। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আ,লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন জানান,আমি করোনায় আক্রান্ত হয়েছি। মহান আল্লাহ আমাকে যেন দ্রুত করোনা মুক্ত করে আমার এলাকাবাসী সহ সকল প্রিজজনের কাছে আবারও সুস্থ হয়ে সবার কল্যানে কাজ করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই। সবাই নিরাপদে, সুস্থ আর সর্তক থাকবেন।