সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের আতœার মাগফেরাত কামনায় সংগঠনের পক্ষ থেকে এ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে অনুষ্টিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় তিন নেতার স্থৃতিচারণ করে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা বলেন,আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাছিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ ও সিলেট সিটি করর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। জাতীয় স্বার্থে অনুষ্টিত সকল আন্দোলনে তারা ছিলেন অকোতভয় সৈনিক।
বাঙ্গালীর স্বাধীণতা সংগ্রামসহ মৃত্যুর আগ মহূত্ব পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে লড়াই করে গেছেন তারা। জাতীয় এ তিন নেতাকে হারিয়ে গোটা আওয়ামী পরিবার আজ বাকরোদ্ধ। স্বীয় কর্মের মাধ্যমে তারা বেঁচে থাকবেন গণমানুষের হৃদয়ে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া,উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এড.সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক সম্পাদক ডি কে জয়ন্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মস্তান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুর রহমান শহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তার আহমদ মিনছার,সদস্য মামুনুর রশিদ খলকু, আব্দুল হামিদ, আব্দুল খালিক, সাইস্তা মিয়া, বাবর মিয়া, মহানগর ছাত্রলীগের সদস্য সুমন চৌধূরী,ব্যবসায়ী টুবলু দত্ত প্রমুখ। মাহফিল শেষে তিন নেতাসহ আওয়ামীলীগ ও আঙ্গসংগঠনের মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় অনুষ্টিত বিশেষ মোনাযাতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।