সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে এক ইউপি সদস্যের বিরুদ্বে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকাবাসীর স্বাক্ষরিত গত ১৫জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ জানা যায়, ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের ৬নং ওয়াডের্র বর্তমান ইউপি সদস্য তছন মিয়া দ্বায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সরকারি অনুদান বন্টনে অনিয়ম ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তছন মিয়া ওয়ার্ডের একপ্রান্তে তাঁর বসবাস। কিন্তু তার গ্রাম ছাড়া অন্য সব গ্রামের কোন দিন সাধারণ মানুষের সাথে কোন প্রকার যোগাযোগ বা দেখা করেননি।
এমনকী সাধারণ মানুষ কোন কাজে ইউপি সদস্যর সাথে দেখা করতে হলে ২/৩দিন সময় লাগে। বর্তমানে কোভিড-১৯ এর গত এপ্রিল মাস থেকে লকডাউন থাকা কালিন সময়ে ওয়ার্ডের সাধারণ মানুষ কাম-কাজ হারিয়ে ঘরে বসে দিনাতিপাত কাটান। লকডাউন থাকা কালে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নি¤œ বিত্ত ও মধ্যে বিত্ত পরিবারের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করেন। উক্ত সহায়তা বন্টনে ইউপি সদস্য অনিয়ম ও স্বজনপ্রীতি করেন। অনেক খেটে খাওয়া মানুষ এ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগ উঠেছে, অনেক বিত্তশালীরা বিভিন্ন সরকারি সহায়তা পেয়েছেন। এ সব বিষয়ে গত ১৫জুন ৬নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের ২৭জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। লিখিত অভিযোগ আরো উল্লেখ করা হয়েছে, এলাকায় প্রকৃত কৃষকরা সার, বীজ সহ সরকারি কৃষি সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন। সরকার কৃষকদের কাছ থেকে যে ধান ক্রয় করে সে ধান গুলো কৃষকরা বিক্রি করতে হলে ইউপি সদস্য তছন মিয়াকে দিতে হয় কমিশন।
কোভিড-১৯ এর কারণে সাধরণ মানুষ লকডাউনে থাকায় মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে পরিবার প্রতি ২হাজার ৫শ টাকা প্রদান করেন। এ তালিকা তৈরী করে ইউপি সদস্য তছন মিয়া। তছন মিয়া তার মনোনিত মানুষের নামে তালিকা তৈরী করে তা উর্ধ্বতনের নিকট প্রেরণ করেন। নগদ সহায়তা যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য তছন মিয়া বলেন, আমার বিরুদ্বে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূন্ন মিথ্যা। আমি সরকারি অনুদান যথাযথ ভাবে বন্টন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার বলেন, এ অভিযোগটি আমি এখোনো পাইনি। অভিযোগ দেখে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।