প্রতিনিধি /গোলাপগঞ্জঃঃ
মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক, যুক্তরাজ্য প্রবাসী, গোলাপগঞ্জের বাগিরঘাটের কৃতি সন্তান হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এক শোক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসের মাটিতে থেকে স্বাধীনতার পক্ষে প্রবাসীদের নিয়ে জনমত গড়ে তোলার ক্ষেত্রে হাফিজ মজির উদ্দিন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি যুক্তরাজ্যের মাটিতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে বাঙালী কমিউনিটির জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। তাছাড়া তাঁর নিজের এলাকা গোলাপগঞ্জের কয়েকটি স্থানে জনকল্যাণে দীর্ঘস্থায়ী ভুমিকা রাখেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।