পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশ পুলিশের করোনাভাইরাস আক্রান্ত সদস্যের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ২৯ জন। আজ শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, আজ পর্যন্ত পুলিশের ৮ হাজার ৫২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৯৩ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ২ হাজার ৩০ জন রয়েছেন।

 

পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

 

একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

Spread the love