সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
প্রতিনিধি / গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জ নতুন আরও ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন এবং মারা গেছেন ৩ জন। উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ ও ৯ জুন ৫ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল ।
২১ জুন তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন, ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের এক মহিলা(৩০), বাঘা ইউপির ৮২ বছরের এক বৃদ্ধ, পৌরসভার রনকেলী নুরপাড়ার ২১ বছর বয়সী এক যুবক এবং পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখা একজন এবং সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার একজন কর্মকর্তা। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেন।