সিলেটে করোনার সাথে ভূমিকম্পের ঝাঁকুনি, নতুন আতঙ্ক

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

সিলেটে করোনার সাথে ভূমিকম্পের ঝাঁকুনি, নতুন আতঙ্ক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে ১২ ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সাথে মরণব্যাধি করোনাভাইরাস দিচ্ছে বড় ধরণের ঝাঁকুনি। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১০২ জন। সিলেটে ভূমিকম্প ও করোনাভাইরাসের রোগী বাড়ার কারণে জনমনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০২ জন। তন্মধ্যে সিলেটেরই রয়েছেন ৪৬ জন।জানা গেছে, মরণব্যাধি করোনাভাইরাসে এ পর্যন্ত সিলেটে আক্রান্ত হয়েছেন ১৮১৪ জন, সুনামগঞ্জে ৭৯৫, হবিগঞ্জে ৩৭২ ও মৌলভীবাজারে ২৬৮ জন। সবমিলিয়ে বিভাগে সোমবার সকাল পর্যন্ত ৩২৬৫ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

 

এদিকে করোনাভাইরাসে প্রাণ গেছে সিলেট বিভাগের ৫৮ জনের। তন্মধ্যে সিলেটের ৪৫ জন, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস আরো জানায়, সিলেট বিভাগে করোনা রোগী বাড়লেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভাগে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭২৪ জন। যা বিভাগের মানুষের জন্য একটি স্বস্তির খবর বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ৭২৪ জনের মধ্যে সিলেটের ২৪৪ জন, সুনামগঞ্জের ১৯২, হবিগঞ্জের ১৭০ ও মৌলভীবাজারের ১১৮ জন রয়েছেন।এদিকে গত ১২ ঘণ্টার ব্যবধানে সিলেটে পরপর ভূমিকম্প অনুভূত হয়েছে। একদিকে বাড়ছে করোনা অপরদিকে ২ বার ভূমিকম্প হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।সিলেটে রবিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে ৫. ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর দিন সোমবার ভোর ৪টা ৪০মিনিটে আবারো অনুভূত হয় ভূমিকম্প। দ্বিতীয় ভূমিকম্প ৫.৮ মাত্রার ছিল বলে আবহাওয়া অফিস জানায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031