সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার ছোট ভাই যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা বজলুর রশীদ ভূইয়া (৪৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘ কয়েক মাস ধরে লিভার রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। অবশেষে ২২ জুন সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র বইছে শোকের ছায়া। পরিবার সহ আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।