সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধান সড়কের পাশে বিপদজনক অবস্থায় রয়েছে বিদ্যুৎ লাইন । ঝুঁকি নিয় চলাচল করছেন পথচারী ও সাধারণ মানুষ। জন কোহলপূর্ণ এই রাস্তায় যে সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা।
২২ জুন সোমবার দেখা যায়, জগন্নাথপুর পৌর সদরের রাণীগঞ্জ রোড এলাকার পুরান আড়তের সামনে সড়কের পাশে একই স্থানে ৩টি বিদ্যুৎ ট্রান্সফরমার রয়েছে। অন্যন্যা ট্রান্সফরমার থেকে এসব ট্রান্সফরমার গুলো তুলনামূলক নিচে বসানো হয়েছে। প্রধান সড়কের পথচারী চলাচলের ড্রেন ভেতরে ঢুকিয়ে এখানে বাঁশ ও টিন বেধে রাখা হয়।
এতে পথচারী জনতা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ৩টি ট্রান্সফরমার এক সাথে থাকায় ট্রান্সফরমারের নিচে এলোমেলো অবস্থায় রয়েছে বিদ্যুতের তার। মাটি থেকে মাত্র ২/৩ ফুট উপরে শুকনো বাঁশের সাথে বিপদজনক অবস্থায় বিদ্যুতের তার ঝুলে আছে। এতে যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। এমন আশঙ্কা পথচারী জনতার। তাই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।