সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে নিখোঁজ হওয়া মানসিক প্রতিবন্ধী শিশু পারভেজ (১১) এর মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার ছেলে। সোমবার বিকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী রাউলী গ্রামের ক্ষেতের পাশে কচুরিপনায় ভরপুর ডোবায় তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু পারভেজ মানসিক প্রতিবন্ধী (মৃগী রোগী) ছিল। নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান পেত।