লন্ডন বাংলা ডেস্কঃঃ
চ্যানেল এস এর ওসমানীনগর উপজেলা প্রতিনিধি আব্দুল হাদির মাতা ও উপজেলার দয়ামীর ইউপির বড় ধিরারাই গ্রামের মৃত হারিছ আলীর স্ত্রী সামছুন নাহার বেগম (৭০) মৃত্যু বরণ করেন। বুধবার (২৪ জুন ২০২০ইং) সকাল ৮.৩০ ঘটিকার সময় মরহুমার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।( ইন্নাল্লিাহি ওয়াাইন্নাইলাহি রাজিউন) মৃত্যুকালে ৩ ছেলে, পুত্র বধু, নাতি, নাতিন সহ অসংখ্য সুভাকাংথী রেখে গেছেন।