সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই কর্মচারী করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ রিপোর্ট প্রকাশ হয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পজেটিভ শনাক্ত দু’জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস। তাদের উভয়ের বয়স আনুমানিক ৩০। তারা সুস্থ আছেন।
এর আগে চলতি মাসের প্রথম দিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দু’জন কর্মচারী করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজন অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এবং একজন এমএলএসএস। বর্তমানে তারা প্রায় সেরে উঠেছেন।