সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর আড়াইটার দিকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ার বন্দ এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধুর নাম রিমা আক্তার ফাতেমা (২২)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দিঘীরপাড় মাধবপাশা গ্রাামের আলাউদ্দিন মিয়ার ছেলে সিএসজি চালক সুহেল মিয়ার স্ত্রী।
তারা ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ এলাকার রফিক মিয়া চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে দির্ঘ দিন থেকে বসবাস করে আসছিল।
পুলিশ জানায়, বুধবার ফাতেমা সকলের অজান্তে নিজের ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।