সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত কনু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কনু মিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের আরজু মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে বুধবার (২৪ জুন) পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় তার। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। রাতে দাফন শেষে মামলা দায়ের করা হবে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।