জরিদ আহমদের ভাইয়ের মৃত্যুতে লুনাসহ বিএনপির শোক

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

জরিদ আহমদের ভাইয়ের মৃত্যুতে লুনাসহ বিএনপির শোক

 প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক জরিদ আহমদের বড় ভাই ফরিদ মিয়ার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।

 

বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে, পৃথক শোকবার্তায় উপজেলা বিএনপির আহবায়কের ভাইয়ের মৃত্যুতে শোক গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়নুল হক চৌধুরীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

শোক প্রকাশকারীরা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মোতাহির আলী, মোজাহিদুল ইসলাম, সৈয়দ কওছর আহমদ, এসটিএম ফখর উদ্দিন, সৈয়দ এনামূল হক, সাইদুল ইসলাম রেনু, গয়াছ মিয়া, নজরুল ইসলাম, শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, আব্দুর রউফ আব্দুল, আবদ্দুল্লাহ মিছবাহ, সোলেমান আলী, আবদ্দুলা আল মামুন, সাইস্তা মিয়া, কয়েছ আহমদ চৌধুরী আব্দুল কাউয়ুম, ফরহাদ হোসেন, আলী আছকর ফয়েজ, এনায়েত হোসেন, রায়হান আহমদ।

 

নেতৃবৃন্দরা যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Spread the love