সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় দু’টি সেতুর মেরামত কাজের জন্য চারদিন এ পথে সকল ধরনের যানবাহন চলবে না। এতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আগামী (জুলাই) মাসের ৩ তারিখ ভোর ৬টা হতে ৭ তারিখ ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরাতম কাজ চলাকালীন সেতু দু’টির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
তাই সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।