প্রতিনিধি /গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সে গোয়াসপুর গ্রামের গিয়াস উদ্দিনের একমাত্র ছেলে সায়েম আহমদ(১০)। আজ বাদ এশা জানাজার নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালিক আহমদ জানান মৃত ছাত্রের নাম হচ্ছে সায়েম আহমদ। সে পঞ্চম শ্রেণীর ছাত্র এবং ২০২০ সালের সমাপনী পরীক্ষার্থী। সায়েম আহমদের অকাল মৃত্যুতে তার সহপাঠিরা, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীরা শোকে মুহ্যমান।
তাকে এক নজর দেখার জন্য তার সহপাঠিরা এবং এলাকার সকল মানুষ তার বাড়িতে এসে তার পিতামাতাকে গভীর শোক ও সমবেনা জানাচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম কোমলমতি শিক্ষার্থী সায়েম আহমদের অকাল মৃত্যুতে তার পরিবারকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বার্তাপ্রেরক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ গোলাপগঞ্জ, সিলেট।