সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের পূর্ব দিক থেকে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৮ জুন, রোববার সকালের দিকে এসএমপির জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল আহমদ। তিনি সিলেট প্রতিদিনকে বলেন, বন্যার পানিতে ভেসে আসা লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।