সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আইয়ূব খানের মাতা প্রবীণ মুরব্বি মোছাঃ আছাবি খানম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে উনার বয়স ছিল ১১০ বছর ও রেখে গেছেন একমাত্র ছেলে সাবেক চেয়ারম্যান আইয়ূব খান সহ অসংখ্য গুনগ্রাহী। ২৮ জুন রোববার ভোর রাতে নিজ বাড়িতে বার্ধক্যজণিত কারণে তিনি ইন্তেকাল করেন। বেলা আড়াইটার দিকে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এতে সর্বস্তরের শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে সর্বত্র বইছে শোকের ছায়া।
এদিকে-সাবেক চেয়ারম্যান আইয়ূব খানের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রেসক্লাব এর পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন।