বিশ্বনাথে জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

বিশ্বনাথে জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

 

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীসহ পরিষদের সদস্য-সদস্যাদের (মেম্বার) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দাখিল ও সংবাদ পরিবেশনসহ সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

 

রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে পরিষদের সদস্যরা তাদের বিরুদ্ধে উত্তাপিত মিথ্যা অভিযোগপত্রগুলোর আসল সত্যতা তুলে ধরেন। এসময় তারা সুষ্ট তদন্ত সাপেক্ষে এসব মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

পরিষদের সদস্যরা অভিযোগ করে বলেন, ‘পরিষদের তথ্যসেবা কেন্দ্রে অবৈধভাবে শাহীন আহমদ মেম্বারকে উদ্যোগক্তা হিসেবে নিয়োগ দিয়ে তার মাধ্যমে চেয়ারম্যান দূর্নীতি করছেন’ অভিযোগ এনে সম্প্রতি ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের আবারক আলীর পুত্র আবদুল খালিক জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। এনিয়ে অনেক মিডিয়ায় সংবাদও প্রকাশিত হয়। কিন্তু আসল সত্য হচ্ছে শাহীন আহমদ ‘জনপ্রতিনিধি’ নির্বাচিত হওয়ার প্রায় ৪ বছর পূর্বে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগক্তা হিসেবে নিয়োগ পেয়ে ছিলেন। তাকে নিয়োগ দিয়ে ছিলেন জেলা প্রশাসক। তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাবেক চেয়ারম্যান আব্বাস আলী। উদ্যোগক্তাদের সরকারি কোন বেতনও নেই।

 

 

আর শাহীন আহমদ ‘জনপ্রতিনিধি’ নির্বাচিত হওয়ার সাথে সাথেই ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগক্তার পদ থেকে লিখিতভাবে অব্যাহতি গ্রহন করেন। উদ্যোগক্তা হিসেবে শাহীন আহমদের নিয়োগের সাথে পরিষদের চেয়ারম্যান আমির আলীর কোন ভূমিকা নেই এবং যেখানো উদ্যোগক্তাদের সরকারি বেতন নেই, সেখানে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর শাহীন আহমদ মেম্বার কিভাবে সরকারি বেতন উত্তোলন করবেন।

 

 

এথেকেই প্রমাণিত হয় কোন দিনও পরিষদের না আসা আবদুল খালিকের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। শুধু মাত্র চেয়ারম্যানসহ পরিষদের মান-সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এসব মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এরপূর্বেও ওই আবদুল খালিকের চাচা আবদুল মুতলিব একাধিক বার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করার পরও সদ্য প্রয়াত পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ছুরাব আলী মেম্বার ও চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে পরিষদের বিরুদ্ধে অপপ্রচার করেছে।

 

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবী করা হয়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীসহ সদস্য-সদস্যাদের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পরিষদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ব্যস্থ রয়েছেন।

 

তাই ওই কুচক্রীমহল পরিষদের মান-সম্মান কুন্ন করতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ এনে দায়ের করছেন অভিযোগপত্র। আর কোন ধরনের যাচাই-বাচাই বা তদন্ত ছাড়াই এসব অভিযোগপত্রের আলোকে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ দুঃখজনক। পরিষদের জনপ্রতিনিধিরা এসব ঘটনার সুষ্ট তদন্ত ও পরিষদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের মুখোশ জনসম্মুখে উন্মোচনের জন্য সাংবাকিদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আমির আলী, পরিষদের সচিব সুকান্ত দেব নাথ, সদস্য আবদুল মজিদ, ওয়াহাব আলী, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, আমির আলী, শাহীন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন, সদস্যা শাহানার বেগম, রেসনা বেগম, সমতা বেগম প্রমুখ

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930