সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশব্যাপী করোনাভাইরাসের নমুনা পরীক্ষা প্রথমে বিনামূল্যে করার সুযোগ থাকলেও সরকার বর্তমানে এর ফি নির্ধারণ করেছে। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপণার উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেওয়া হয়।
নির্ধারিত ফি-
১. বুথ থেকে সংগৃহীত নমুনা ফি ২০০ টাকা।
২. বাসা থেকে সংগৃহীত নমুনা ফি ৫০০ টাকা।
৩. হাসপাতালে ভর্তি রোগীর নমুনা ফি ২০০ টাকা।
পরিপত্রে বলা হয়ছে, করোনাভাইরাস সংক্রমণে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করেছে। ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ পরীক্ষা করার সুযোগ গ্রহণ করে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় করোনা টেস্ট পরিহার করার লক্ষ্য অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ টেস্ট ফি নির্ধারণ করা হলো।
পরিপত্রে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে-
১. আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে।
২. ‘চিকিৎসা সুবিধা-অসুবিধা বিধিমালা ১৯৭৪’র আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকতে হবে।
৩. বীর মুক্তিযোদ্ধা দুস্থ ও গরীব রোগীদের নির্ধারিত রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।
৪. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।