সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
‘গেদুচাচা’ খ্যাত কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার মোজাম্মেল হক আর নেই।সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ফেনীর এই কৃতী সাংবাদিক। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার অবনতি হয়। তার জন্য প্লাজমার খোঁজ চলছিল বলে জানিয়েছিলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ।