গোলাপগঞ্জে রোগাক্রান্ত গরু জবাই, ২০হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

গোলাপগঞ্জে রোগাক্রান্ত গরু জবাই, ২০হাজার টাকা জরিমানা 
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ

সিলেটের গোলাপগঞ্জ  পৌরসদরে  রোগাক্রান্ত গরু জবাই করায় মাংস বিক্রেতাকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৯ জুন সোমবার  সকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গরুর মাংসসহ কসাই চুনু মিয়াকে (৫০) আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে।

মাংস ব্যবসায়ী চুনু মিয়ার দোকান হচ্ছে  গোলাপগঞ্জ বাজারের আহমদ খান রাস্তার প্রবেশ মুখের প্রথম  দোকান। তিনি ফুলবাড়ি উত্তর পাড়ার ফলিক উদ্দিনের ছেলে। এসময় তার দুই সহযোগি ফরিদ মিয়া (৩৫) ও মনু মিয়া (৩২) কে আটক করা হয়। ফরিদ মিয়া পৌরসভার সরস্বতি নিজগঞ্জ গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং মনু মিয়া ঘোষগাও খালোপাড় গ্রামের লিলু মিয়ার ছেলে।

জানা গেছে,   গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় কসাই চুনু মিয়া একটি রোগাক্রান্ত গরু জবাই করেছেন। তাৎক্ষণিক

পুলিশের একটি মোবাইল টিম এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান যান করে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে জবাইকৃত  মাংসসহ তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে  যান।   উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন পশু চিকিৎসকের মাধ্যমে জবাইকৃত  মাংস পরীক্ষা করে রোগের লক্ষণ পান।
এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কসাই চুনু মিয়া আর কোন দিন এমন কাজ করবেন না বলে মুচলেখা দেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাংসসহ তাদরে ৩ জনকে আটক করে। তিনি বলেন, করোনার মধ্যে মানুষ এমনিতে নানা দুশ্চিন্তায় রয়েছেন। এরমধ্যে রোগাক্রান্ত গরু জবাই করছে মাংস বিক্রেতারা।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,  রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031