সিলেট ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুরমা নদীর পানি কমলেও সুনামগঞ্জের সার্বিক বন্যার ব্যাপক অবনতি হয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে পানি বন্দি হয়েছে লাখো মানুষ। নদীর পানি উপচে সুনামগঞ্জ শহরের প্রবেশ করায় সুনামগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯০ ভাগ বসতঘর পানিতে নিমজ্জিত হয়ে আছে। ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শহরে বেশির ভাগ সড়কে ৫ থেকে ১০ ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। নীচু এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর,বিশ্বম্ভরপুর দোয়াবাজার,জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলার ৯টি উপজেলার ৬১ টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত ৯টি উপজেলা ও ৪টি পৌরসভার ১২৭টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। ১ হাজার ১৯৪টি পরিবার আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ৬৬ হাজার ৮৬৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪১০ মেট্রিকটন চাল ও নগদ ২৯ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চিড়া,মুড়ি,গুড় বিস্কুট,দিয়াশলাই,মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।