সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গোলাপগঞ্জে করোনায় মোট ৫জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১১৮জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।
২৯ জুন সোমবার রাত ৮টায় আব্দুর রাজ্জাক (৬২) নামের ঐ ব্যক্তি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। করোনায় মৃত ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। তিনি গোলাপগঞ্জ বাজারের রাজ্জাক ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী।
জানা যায়, গত ২৪ তারিখ আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পাঠালে ২৮জুন রোববার রাতে তার করোনা পজিটিভ আসে এবং একদিন পর তিনি মারা গেলেন। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গোলাপগঞ্জে করোনায় মোট ৫জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১১৮জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।