সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উইন্ডরাশ দিবস পালন করেছে গত ২২ জুন। এই দিবস সম্পর্কে এবং উইন্ডরাশ প্রজন্ম সম্পর্কে জানতে লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস্ ভার্চ্যূয়ালি ভিজিট করার সুযোগ করে দেয়া হয়েছে বাসিন্দাদের। উইন্ডরাশ প্রজন্ম এবং তাদের বংশধর বা উত্তর-প্রজন্মের অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতেই ২০১৮ সাল থেকে প্রতি বছর ২২ জুন পালন করা হয় উইন্ডরাশ দিবস।
১৯৪৮ সালের এই দিনে এইচএমটি এম্পায়ার উইন্ডরাশ নামের একটি জাহাজে করে প্রথমবারের মতো ক্যারিবিয়ান ইমিগ্রেন্ট বা অভিবাসীরা টিলবারি ডক এ এসে অবতরণ করেছিলেন। তাদের এই আগমনের ৭০তম বার্ষিকী স্মরণে ২০১৮ সালে শুরু হয় উইন্ডরাশ দিবস পালন। ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে মাইল এন্ড এর আর্টস প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছিলো ‘উইন্ডরাশ: পোর্ট্রটে অব এ জেনারেশন’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী।
এই ফটো-এসে তৈরীর জন্য আলোকচিত্রী জিম গ্রোভার ক্যারিবিয়ান কমিউনিটির প্রথম প্রজন্মের প্রতিদিনকার জীবন ধারা ক্যামেরাবন্দী করতে দক্ষিণ লন্ডনে তাদের সাথে প্রায় ১২ মাস কাটিয়েছিলেন। এই এক্সিবিশনটি ভার্চ্যুয়ালি পরিদর্শন করতে চাইলে www.windrushportraitofageneration.com/images-1 – এই ওয়েবসাইট ভিজিট করুন।