নবীগঞ্জে একদিনে ১৫ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

 নবীগঞ্জে একদিনে ১৫ জন করোনা আক্রান্ত
বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
 হবিগঞ্জের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, পুলিশ, নার্স, স্বাস্থ্য কর্মীসহ একদিনে ১৫ জনের করোনা সনাক্তের রেকর্ড গড়ে ওটেছে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। বুধবার ঢাকায় নমুনা পরীক্ষায় নবীগঞ্জে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়।
বেলা ২ টায় ঢাকা এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা।
নতুন সনাক্ত হওয়া করোনা রোগীরা হলেন, নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইমরান আহমেদ (৩৫), সিনিয়র ষ্টাফ নার্স আফরোজা বেগম (৪৫), ভূবিরবাকের স্বাস্থ্য সহকারী রুমি বেগম (২৬), নবীগঞ্জ থানার কনস্টেবল খালেদ আহমেদ (২৫), সমাজ সেবা অফিসের সুশেন্দ্র চন্দ্র দাশ (৫৬), সালামতপুর পৌর এলাকার মিতালী রানী দাশ (৩৩), অনিমা রানী পাল (৩৮), সহিদুল ইসলাম (৩১), ওসমানী রোডের রবিউল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা আক্তার (৩৫), শিবপাশা পৌর এলাকার মোঃ বিলাল হোসেন (২৫), বাংলাবাজারের ইমদাদুল ইসলাম (২৩) ও বানিয়াচং উপজেলার আলমগীর হোসেন (২৯)।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ  কর্মকর্তা ডা. আব্দুস সামাদ এর সাথে কথা হলে তিনি বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭২৫ জনের নতুন ১৫ জনসহ ৭১ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আরো তিনি বলেন, নতুন আক্রান্ত ১৫ জনকে নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, নবীগঞ্জে একদিনে সর্বােচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাসা-বাড়িতে থাকার আহবান জানান।
Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31