ওসমানীনগরের প্রধান শিক্ষক নজরুলসহ তার দুই বোন করোনা মুক্ত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ওসমানীনগরের প্রধান শিক্ষক নজরুলসহ তার দুই বোন করোনা মুক্ত

প্রতিনিধি/ওসমানীনগরঃ
সিলেটের ওসমানীনগরে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলিমপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ তার দু বোন আমিনা বেগম, নেহার বেগমকে করেনা মুক্ত বলে ঘোষনা দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার লিখিত এক আদেশের মাধ্যমে তাদের করোনা মুক্ত ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার।

জানা গেছে,১৭ জুন উপজেলার সাদিপুর ইউপির রহমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলিমপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ তার পরিবারের কয়েকজন করেনার নমুনা পরিক্ষা জন্য দেন। পরবর্তীতে ২৩ জুন দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিসিআর ল্যাব থেকে এই তিন জনসহ আরো একজনের করেনা পজেটিভ আসে। পরবর্তীতে তারা আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহনের পর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার এক আদেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ তার দুই বেনাকে কেরানা মুক্ত ঘোষনা করেন।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার বলেন, প্রধান শিক্ষক সহ তার দুই বোন শারীরীক ভাবে সম্পর্ন সুস্থ থাকায় এবং আইসোলেশনের নির্ধরিত সময় শেষ হওয়ার পর নিয়ম অনুয়ায়ী তাদেরকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031