সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন করে আরও চার জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ২ জুন সিলেটের দুটি ল্যাবে মোট ঊননব্বই জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। তারমধ্যে ফেঞ্চুগঞ্জের চার জন বলে জানা যায়।
আক্রান্তরা হলেন ২নং মাইজগাঁও ইউনিয়নের কচুয়া বহর গ্রামের নুরুল হোসেন খোকন(৪৫) এবং একিই গ্রামের রোকেয়া বেগম(৭৫)। অপর দুজন হলেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর এলাকার ফারহানা বেগম(২৬) ও একই পরিবারের আছিয়া খাতুন(৬৫)।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। এই নিয়ে ফেঞ্চুগঞ্জে মোট আক্রান্ত হলেন পঞ্চান্ন জন।ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন চৌত্রিশ জন।নতুন চার জন সহ একুশ জন চিকিৎসাধীন রয়েছেন।
৩ জুন শুক্রবার আক্রান্তদের বাড়ী লক ডাউন করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে বারবার ফোন দিলে ফোন রিসিভ করেননি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমদ। উত্তর কুশিয়ারা ইউনিয়নের আক্রান্ত ফারহানা বেগম ও আছিয়া খাতুন গত ২৯ জুন আক্রান্ত মিনহাজ উদ্দিনের মা ও স্ত্রী বলে জানা যায়।
আক্রান্তদের বাড়ী লক ডাউন প্রক্রিয়া সম্পন্ন করেন ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু ও ৮নং ওয়ার্ডের মেম্বার হেলাল মিয়া।একিই ভাবে ২নং ইউনিয়নের আক্রান্ত নুরুল হোসেন খোকন ও রোকেয়া বেগমের বাড়ী লক ডাউন সম্পন্ন করেন ২নং ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌঃসুফিয়ান ও মেম্বার জিল্লুর রহমান। ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত মোট ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।r
ইতিমধ্যে রিপোর্ট এসেছে ৩১১ জনের।তাতে পজিটিভ এসেছে ৫৫ জনের এবং নেগেটিভ এসেছে ২৫৬ জনের।রিপোর্টের অপেক্ষায় আছেন ৫১ জন।এছাড়া পাঁচ টি নমুনা(সেম্পুল) নষ্ট হয়ে যায় বলে জানান ডাঃ কামরুজ্জামান।